পেনোয়া মানে হলুদ ফুল। হালের কক্সবাজার ছিলো একসময় হলুদ ফুলের রাজ্য। সেই রাজ্যের শব্দ, রূপ, রস, গন্ধ পৃথিবীতে ছড়িয়ে দেয়ার একটা চেষ্টা এই পেনোয়া। পেনোয়া শুধুই একটা ব্যান্ড নয়। এটা একটা প্রয়াস, যেখানে এই ভূখণ্ডের দর্শন, ঐতিহ্য, পুরাকথা এবং লোকাচারবিদ্যা নিয়ে পুনরনুসন্ধান করা হয়। সাথেসাথে সারা পৃথিবীময় ছড়িয়ে থাকা অজস্র ভাষার সাথে এর সংযোগ বুঝতে চায়।
বৈচিত্র্যময় ভাষার মাঝে ফুটে থাকে যে আশ্চর্য ফুল, সেই ফুলের খুশবু ধরে ধরে হাঁটতে চায় পেনোয়া। কথায় ও সুরে বাংলা ও বিশ্ব-গানের যে ঐশ্বর্যময় সমুদ্র আছে সেখানে পেনোয়াও একটা ভেলা ভাসাতে চায়।
10+ Songs
1M+ Listeners
30+ Concerts